লতিফুর রহমান দীপু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
“বি এন পি সহিংসতার রাজনীতি করে না”, রোববার (১১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে এমন মত প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুবদল সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।
মতবিনিময় সভায় শাহ আলম মকুল বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে। এই সুযোগে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী বিভিন্ন অরাজকতায় লিপ্ত হয়েছে। যারা সংখ্যালঘু ভাইদের বাড়িতে, মন্দিরে হামলা করছে । তারা দেশের শান্তি চায় না। সোনারগাঁ উপজেলা বিএনপি উপজেলার প্রতিটি হিন্দু মন্দির পরিদর্শন করে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে।
মতবিনিময়কালে ওসি (তদন্ত) মহসিন মনযোগ দিয়ে সকল কিছু শোনেন এবং বলেন, যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। প্রশাসন সর্বদা জাগ্রত থেকে সকল নৈরাজ্য দমনে সকলের সহযোগিতা কামনা করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,অধ্যাপক ইমতিয়াজ বকুল, হাজী মো: মুজিবুর রহমান (বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি), সফিউদ্দিন ভূইয়া (সহ সভাপতি, সোনারগাঁ থানা বিএনপি), কামরুল হাসান লিটন (সাবেক চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন), আবুল কাশেম বাবু (সাবেক চেয়ারম্যান, বারদী ইউনিয়ন), হাজী মো: আনোয়ার (যুগ্ম সাধারণ সম্পাদক (স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি), জাকির হোসেন বাবু (সাবেক সভাপতি,যুবদল সোনারগাঁ উপজেলা), নুর-এ-ইয়াসিন নোবেল (সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ), ফারুক আহম্মেদ তপন (কমিশনার) ,আশরাফ মোল্লা (যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ),হারুন-অর-রশিদ মিঠু, জাকারিয়া ভূইয়া, ফরহাদ শিকদার, লায়ন সফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রুবেল আলম, শাহজালাল আহম্মেদ, নাঈমুল ইসলাম বাপ্পী, ফরহাদ শিকদার, পনির হোসেন, সাব্বির আহমেদ রুবেল, খোরশেদ আলম, ফাহিম হোসেনসহ প্রমুখ।
Sunday, August 11, 2024
বি এন পি সহিংসতার রাজনীতি করে না - শাহ আলম মুকুল।
Tags
# রাজনীতি
Share This
About Dorpon Bangla
রাজনীতি
Marcadores:
রাজনীতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment