লতিফুর রহমান দীপু ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের দীর্ঘ দিনের চাওয়া ফুটওভার ও ইউ লুপ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ জনাব, লিয়াকত হোসেন খোকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে ২ কোটি ২৮ লক্ষ টাকায় ফুটওভার ও ইউ লুপটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
৭ ডিসেম্বর বুধবার বিকেলে ফুটওভার ও ইউলুপ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এমপি খোকা বলেন, জাতীয় সংসদে সোনারগাঁয়ের উন্নয়নের বিষয়ে বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সোনারগাাঁয়ের মানুষকে মূল্যায়ন করে বিভিন্ন উন্নয়ন কাজের বরাদ্দ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফুটওভার সহ অন্যান্য কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও বাকি জীবনটা সোনারগাঁ বাসির খাদেম হিসেবে উন্নয়নের মাধ্যমে সোনারগাঁবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয় ও মোগরাপাড়া ২ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন তুষার উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment