জাহিদুর রহমান নীপু ঃ
আগুনজনিত দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সোনারগাঁ স্টেশনের পরিচালনায় ও সহযোগিতায় উপজেলার সনামধন্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নিকটস্থ হাবিবপুর ঈদগাহে ২৬ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হয়ে গেল এক অগ্নি নির্বাপক মহড়া। মহড়ায় ফায়ার সার্ভিসের সোনারগাঁ স্টেশনের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ আগুন জনিত বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও প্রতিকারের কৌশল প্রদর্শন করেন। বিভিন্ন কৌশল অনুশীলনে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
ফায়ার সার্ভিস সোনারগাঁ স্টেশন অফিসার সুজন কুমার হালদার সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করেন এবং দূর্ঘটনার পূর্বের সচেতনতা ও পরের করণীয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিষদভাবে উপস্থাপন করেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লতিফুর রহমান দীপু ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির এমন আয়োজনে ফায়ার সার্ভিস সোনারগাঁ স্টেশন অফিসার ও সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
অগ্নি নির্বাপক মহড়ায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের দিবা শাখা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই অগ্নি নির্বাপক মহড়ায় উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment