সোনারগাঁ পৌরসভার খাস নগর দিঘীতে ভাসমান অর্ধগলিত যুবকের লাশ। - দর্পণ বাংলা

শিরোনাম

Thursday, August 4, 2022

সোনারগাঁ পৌরসভার খাস নগর দিঘীতে ভাসমান অর্ধগলিত যুবকের লাশ।


লতিফুর রহমান দীপু ঃ 
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘী থেকে আজ বৃহস্পতি বার  ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাইফুল ইসলাম রাব্বানী (৩৫) বলে জানা গেছে। 

নিহত সাইফুল ইসলাম রাব্বানী চট্রগ্রামের সন্দীপ উপজেলার সন্তুোষপুর গ্রামের আঃ মান্নানের ছেলে। সে গত ৩ বছর যাবত স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘির পাড় এলাকার রতন নামক এক ব্যাক্তির বাড়ীর দোতলায় একটি ফ্লাটে ভাড়া থাকত।
বৃৃহস্পতি বার সকালে  সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের স্ত্রী আখিনুর লাশটি তার স্বামী সাইফুল ইসলাম রাব্বানির বলে শনাক্ত করে।
নিহতের স্ত্রী আখীনূর আক্তার জানান, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে পিয়াল নামের এক যুবক তার স্বামীকে ফোন করে ডেকে নেয়। যাওয়ার সময় তার স্বামী তাকে বলে যায়, কোন সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে মোবাইলে দুইটি মিসকল দিবে। মিসকল পেলেই যেন সে কলব্যাক করে। কিন্তু বেরিয়ে যাওয়ার পর থেকে মিসকল, কল না আসায় সে কয়েকবার ফোন করেও তাকে পায়নি। তারপর থেকেই সে নিখোঁজ ছিলো।

নিহত যুবক কখনো সাইফুল ইসলাম রাব্বানী নামে জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক, আবার কখনো গোলাম রাব্বানী হিসেবে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে এসব পরিচয়ের আড়ালে তিনি মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী আখিনুর। প্রায়ই মাদকাসক্ত হয়ে বাড়িতে ফিরতেন বলেও তিনি জানান। স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাথে মাদকের লেনদেন নিয়ে বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে নিহতের স্ত্রীর ধারণা।
সোনারগাঁ থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment