আইপি জালিয়াতি করে আমদানি করা বিপুল মাদক কন্টেইনার সহ সোনারগাঁয় জব্দ। - দর্পণ বাংলা

শিরোনাম

Saturday, July 23, 2022

আইপি জালিয়াতি করে আমদানি করা বিপুল মাদক কন্টেইনার সহ সোনারগাঁয় জব্দ।



লতিফুর রহমান দীপু ঃ
শুক্রবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পুরাতন টিপরদি এলাকায় আইন শৃংখলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে আসা মাদকের বড় ২টি চালানের কনটেইনার আটক করেছে। এ সময় মাদক পরিবহণের সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নাগেরহাট গ্রামের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই জেলার শ্রীনগর থানার ষোল ঘর ভুঁইচিত্র গ্রামের মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা (২৩)।  আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয় বলে চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্রে জানা গেছে। কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল হক জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টমস হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। দুইটি চালানেই বিপুল পরিমাণ তরল মদ পাওয়া গেছে।
র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি মাদকের দুটি বড় চালানের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে। সমস্ত কার্যক্রম শেষে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

No comments:

Post a Comment