লতিফুর রহমান দীপুঃ
জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কঠোর অবস্থানে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নির্দেশনা অনুসরণ করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনা হক এর নেতৃত্বে স্বাস্থ্য সেবা বিভাগের একটি দল উপজেলার অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়। উপজেলার আল-শিফা হসপিটাল এন্ড ল্যাব, মর্ডান ডিজিটাল এন্ড ডায়াগনস্টিক, আল-ফাতাহ্ হসপিটাল ও নয়াপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে কাগজপত্র সঠিক না পাওয়ায় ৩টি হাসপাতাল কে বন্ধ করা হয়। এ সময় নয়াপুর জেনারেল হাসপাতাল এর কাগজ পত্র যাচাই-বাছাইকালে সঠিক পাওয়ায় তাকে বৈধতা দিয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়।
উল্লেখ্য গত কয়েক দিনে বেশ কিছু হাসপাতালে অভিযান চালিয়ে কাগজপত্র সঠিক ও লাইসেন্স না পাওয়ায় মেডিকেয়ার, ইসলামীয়া ও গ্রীন লাইফ হসপিটাল বন্ধ করার নির্দেশ দেন ।
সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাবরিনা হক জানান লাইসেন্স না পাওয়া পর্যন্ত কোনো ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হবে না, সেইসাথে সরকারের দেয়া নিয়ম অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
No comments:
Post a Comment