মাদক বিরুধি অভিযানের পূর্বে ২০১৮ সনের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাদক কারবারি ও এর পৃষ্ঠপোষকদের যে নামের তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় অন্তর্ভুক্ত মাদক কারবারী কুমিল্লার আরফানুল হক রিফাত ১৫ মে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরি, সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে গণমাধ্যম কর্মীদের ধারাবাহিক প্রতিবাদি কর্মসূচীর অংশ হিসেবে ২০ মে শুক্রবার সোনারগাঁ উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় সাংবাদিকগণ এক প্রতিবাদি মানব বন্ধনের আয়োজন করে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। আয়োজিত গণমাধ্যমকর্মীদের প্রতিবাদি মানব বন্ধনে উপস্থিত সোনারগাঁ রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধান উপস্থিত গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে কুমিল্লার আদালতে ভোরের কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর সু- দৃষ্টি কামনা করেন।
লতিফুর রহমান দীপুঃ
No comments:
Post a Comment