জেলহত্যা দিবসে সোনারগাঁ আওয়ামিলীগের দোয়া ও আলোচনা অনুষ্ঠান। - দর্পণ বাংলা

শিরোনাম

Wednesday, November 3, 2021

জেলহত্যা দিবসে সোনারগাঁ আওয়ামিলীগের দোয়া ও আলোচনা অনুষ্ঠান।

 

 
লতিফুর রহমান দীপু।
আজ তেশরা নভেম্বর। বাঙালির জাতীয় জীবনে এক কলংকজনক দিন। আজকের এই দিনে জেলখানার অন্তরালে নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। কারাগারের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত জায়গায় এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
শহীদ চার নেতার স্মরণে আজ সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগ উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান। দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সোনারগাঁ তৃণমূল আওয়ামিলীগের স্পন্দন আলহাজ মাহফুজুর রহমান কালাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামিলীগ গভীর শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম চার সহচরকে স্মরণ করেন। নাঃগঞ্জ জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামিলীগের আহবায়ক কমিটির সদস্য সোনারগাঁ আওয়ামিলীগের তারুণ্যের অহংকার মোস্তাফিজুর রহমান মাসুম জাতির পিতার অন্যতম সহচর জাতীয় চার নেতাকে হত্যার পিছনের কুশীলবদেরও বিচারের আওতায় আনার জোর দাবি জানান। জেল হত্যা দিবসের দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামিলীগ নেতৃ নাসরিন সুলতানা ঝরা, রফিকুল ইসলাম নান্নু, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, গাজী মুজবর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।

No comments:

Post a Comment