পরম শ্রদ্ধা, ভালোবাসা ও মাগফেরাত কামনার মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনার উদ্যোগে সোনারগাঁ উপজেলার ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে শোকাবহ পনোরো আগস্টে স্মরণ করা হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদদের ।
কিছু বিপথ গামী সেনা অফিসার ও উচ্চাভিলাষি রাজনৈতিক ব্যাক্তিদের দ্বারা সংঘটিত পনেরো আগস্টের এই হত্যা কান্ড আজও বাঙালি হৃদয়ে ক্ষতসৃষ্টি করে । শোকাবহ পনেরো আগস্টে শহীদদের স্মরণে জাতীয় দৈনিক ভোরের চেতনার শ্রদ্ধেয় সম্পাদক শফিকুল ইসলামের নির্দেশনায় স্টাফরিপোর্টার লতিফুর রহমান দীপুর সার্বিক তত্বাবধানে উপজেলার ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোকসভা ও মাগফেরাত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য নাঃগঞ্জ জেলা পরিষদ ও আহবায়ক কমিটি সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, শফিকুল ইসলাম, প্রকাশক ও সম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা । ইঞ্জিনিয়ার সাগর, যুগ্মসম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা । মাসুম বিল্লাহ সুমন, ক্রাইম রিপোর্টার জাতীয় দৈনিক ভোরের চেতনা । আব্দুস সাত্তার প্রধান, সভাপতি সোনারগাঁ রিপোর্টারস ক্লাব । মোঃ রাজু, সভাপতি সোনারগাঁ সাংবাদিক পরিষদ । আমন্ত্রিত অতিথির আসন অলংকৃত করেন সাহাবুদ্দিন সাবু, সাবেক চেয়ারম্যান সনমান্দি ইউনিয়ন পরিষদ । বিশিষ্ট আইনজীবী মোখলেসুর রহমান আমীর । শিক্ষানুরাগি জনাব, খসরুল হাসান । মোক্তার হোসেন মোক্তাদি, সভাপতি রুরাল জার্নালিস্ট ফাইন্ডেশন সোনারগাঁ । মোঃ হানিফ, সভাপতি এসকা । বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন রাজ ।
শোকাবহ পনেরো আগস্টের শোকসভায় উপস্থিত হয়ে আয়োজনকে অর্থবহ করে তুলেছেন সোনারগাঁ উপজেলার গণমাধ্যম কর্মীগণ । উপস্থিত ছিলেন দৈনিক যায় যায় দিনের সোনারগাঁ প্রতিনিধি রানা, সাংবাদিক ইউসুফ, প্রতিনিধি বাংলার চোখ, সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ । জাহিদুর রহমান নীপু, বার্তা প্রধান দর্পণ বাংলা ।
জাতীয় দৈনিক ভোরের চেতনার শোকাবহ আগস্টের শোকসভা আয়োজনে সর্বাত্বক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মেহেদি হাসান, রোমান, রায়হান, নিলয়, জাকির হোসেন এবং শাহিন। শিক্ষিকা ফরিদা ইয়াসমীন, তানজুমা, আখি, মানতাশা, অমি।
No comments:
Post a Comment