সোনারগাঁয় ১৫ আগস্টের শোকদিবসের ব্যানার, তোরণে দুর্বৃত্তদের হামলা। - দর্পণ বাংলা

শিরোনাম

Friday, August 13, 2021

সোনারগাঁয় ১৫ আগস্টের শোকদিবসের ব্যানার, তোরণে দুর্বৃত্তদের হামলা।



লতিফুর রহমান দীপুঃ

বাঙালির জাতীয় জীবনে কলংকজনক এক দিন ১৫ আগস্ট। জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার মধ্যদিয়ে হৃদয়ে যে রক্তক্ষরণ আজও তা বহমান।

সেইদিনের সেই কাপুরুষ ঘাতকদের উত্তরসরীরা আজও যেনো সমাজে বিদ্যমান। ১৫ আগস্ট স্মরণে জাতির পিতা সহ পরিবারের অন্যান্য শহীদদের সম্মানে সোনারগাঁ আসনের দুই দুইবারের সফল সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে মেঘনাঘাট থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে জাতির পিতার ছবি সম্বলিত ব্যানার, তোরণ দিয়ে সুসজ্জিত করা হয়। কিন্তু রাতের আধাঁরে দুর্বৃত্তরা প্রায় তিনশতাধিক ব্যানার ছিঁড়ে ফেলে এবং কয়েকটি তোরণ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে।

বৃহস্পতিবার (১২আগস্ট) গভীর রাতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় সাংসদের উদ্যোগে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মেঘনা থেকে কাঁচপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নির্মাণ করা তোরণ নষ্ট করেছে দুর্বৃত্তরা। তারা বঙ্গবন্ধুর ছবিসহ ব্যানার কেটে ফেলেছে। তোরণের নানা অংশ ক্ষতি করেছে। কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে নির্মাণকৃত তোরণে এক অংশের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। এছাড়াও নির্মিত একটি তোরণ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।

No comments:

Post a Comment