লতিফুর রহমান দীপু ঃ
সোনারগাঁ উপজেলা আওয়ামিলীগ তথা জনতার নেতৃত্বের প্রাণ পুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারফ হোসেনের অকাল মৃত্যু দাগ কেটে গিয়েছে উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে, বলার অপেক্ষা রাখেনা। প্রিয় নেতৃত্বের শুণ্যতা পূরণে যোগ্যতর জনকেই নিতে হবে অসমাপ্ত কাজগুলোর পূর্ণতা দিতে। নেতৃত্ব চাওয়া গণতান্ত্রিক অধিকার। চাওয়ার পূর্বে নিজ কর্ম অবশ্যই বিবেচ্য।
সোনারগাঁ উপজেলার আওয়ামি পরিবারের একজন তৃণমূলের কর্মীও অকপটে স্বীকার করবেন উপজেলা আওয়ামিলীগের দক্ষ সংগঠক মাহফুজুর রহমান কালাম। রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব, দলকে সংগঠিত করতে লড়াকু সৈনিক একজনই, তিনি হলেন মাহফুজুর রহমান কালাম। উপজেলা আওয়ামিলীগের অক্সিজেন মাহফুজুর রহমান কালাম। সোনারগাঁ উপজেলা পরিষদের দায়িত্ব মাহফুজুর রহমান কালামের উপর অর্পিত হলেই কেবল মরহুম মোশারফ হোসেনের শূণ্যতা পূরণ সম্ভব। উপজেলা আওয়ামিলীগের অবস্থান শক্ত করে সাবেক সাংসদ আব্দুল্লা আল কায়সারের মাধ্যমে আওয়ামিলীগের দূর্গ নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া সম্ভব।
সোনারগাঁ উপজেলার তৃণমূলের মনোভাবনাই সংক্ষেপে তুলে ধরা। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সোনারগাঁ উপজেলা পরিষদে যোগ্যতার মূল্যায়ন করে প্রিয় নেতা মাহফুজুর রহমান কালাম ভাইয়ের প্রতি সুবিবেচনাই করবেন।
No comments:
Post a Comment