মাথার খুলিবিহীন বিরল শিশু প্রসব করলেন এক প্রসূতি । - দর্পণ বাংলা

শিরোনাম

Wednesday, June 2, 2021

মাথার খুলিবিহীন বিরল শিশু প্রসব করলেন এক প্রসূতি ।

 


লতিফুর রহমান দীপু ঃ

নারায়ণগঞ্জ জেলার  সােনারগাঁ উপজেলায় বেসরকারী সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে মাথার খুলিবিহীন বিরল শিশু জন্ম দিলেন এক প্রসূতি নারী । মাথার খুলিবিহীন জন্ম নেওয়া শিশুটি একটি ছেলে শিশু।

প্রসূতি নারী ইসরাত জাহান হাওয়া (20) বুধবার সন্তান প্রসবের জন্য সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হলে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলিবিহীন বিরল এই ছেলে শিশুটির জন্ম দেন । মাথার খুলিবিহীন শিশুটির পুরো দেহ স্বাভাবিক থাকলেও মুখমন্ডল ছিল অস্বাভাবিক । হাসপাতাল কর্তৃপক্ষ জানান এমন বিরল শিশু জন্মদান সম্ভবত সোনারগাঁয় ইতিপূর্বে আর ঘটেনি । প্রসবের পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

No comments:

Post a Comment