মাদক কারবারীরা জাতীয় ফল কাঁঠালের মান সম্মানও রাখল না। - দর্পণ বাংলা

শিরোনাম

Friday, June 4, 2021

মাদক কারবারীরা জাতীয় ফল কাঁঠালের মান সম্মানও রাখল না।

 


লতিফুর রহমান দীপু ঃ

মাদক কারবারীরা শেষ পর্যন্ত জাতীয় ফল কাঁঠালের মান সম্মানও রাখলনা। মাদক কারবারীরা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন পন্থা অবলম্বন করে মাদক পরিবহনের সময়। মাদক কারবারীদের মাদক পরিবহনের কৌশল সাধারণের ধারণাতীত। অতি সম্প্রতি আইন শৃংখলা বাহিনীর হাতে এক মাদক কারবারী আটক হয় যে, জাতীয় ফল কাঁঠালের ভিতর বিপুল পরিমান মাদক পরিবহন করছিল। মাদক কারবারীর এমন চতুরতা হাস্যরসের জন্মদেয়। 

No comments:

Post a Comment