ফুলবাড়িয়া ও ছোট শিলমান্দি এলাকার লোকজন জানান, ক্যান্টাকি পোশাক কারখানা তৈরী করার সময় এখানে দূষিত পানি ফেলার জন্য পাইপ বসানোর চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের হস্তক্ষেপের কারণে তারা পিছু হটে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের লোকের মাধ্যমে মেঘনা ইকোনোমিক জোনের সাথে মিলে পাইপ স্থাপন করে। কিন্তু মেঘনা ইকোনোমিজোন তাদের ব্যবহৃত ভাল পানি ফেললেও ক্যান্টাকি সেই পাইপে দুষিত গন্ধযুক্ত রঙ্গিন পানি ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। সেই দুষিত পানি খাল ও নিম্মাঞ্চলে গিয়ে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়াচ্ছে। এছাড়া নিম্মাঞ্চল ও ফুলবাড়িয়া খালের মাধ্যমে সে পানি মারীখালি নদ দিয়ে মেঘনা ও ব্রক্ষ্মপুত্র নদে গিয়ে পড়ে পানিকে করছে দূষিত।
আজ বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে দূষিত পানি পরিদর্শন করে ক্যান্টাকি পোশাক কারখানাকে আর্থিক জরিমানাসহ ইটিপি ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, আতিকুল ইসলাম জানান, দুষিত পানিতে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে ক্যান্টাকি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুষিত পানি যাতে খালে বিলে না আসে সেজন্য ইটিপি ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
No comments:
Post a Comment