জনদুর্ভোগ লাঘবে মোগরাপাড়া বাজারের বদ্ধ ড্রেনের আবর্জনা নিজ হাতে সরালেন হাজ্বী শাহ মোঃ সোহাগ রনি - দর্পণ বাংলা

শিরোনাম

Thursday, June 3, 2021

জনদুর্ভোগ লাঘবে মোগরাপাড়া বাজারের বদ্ধ ড্রেনের আবর্জনা নিজ হাতে সরালেন হাজ্বী শাহ মোঃ সোহাগ রনি

 



মশিউর রহমান রাব্বি ঃ

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া বাজারের পয়োনিষ্কাশনের ড্রেনটি দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনার কারণে অকেজো হয়ে পরে থাকায় এর কোনো সুফল পাওয়া যায়নি । সম্প্রতি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৃষ্টির পানি বদ্ধড্রেন দিয়ে যেতে না পারায় বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয় । বাজারে জলাবদ্ধতার কারণে বাজারে চলাচলকারী লোকজন ও ব্যাবসায়ীদের দুর্ভোগ বর্তমানে চরম পর্যায়ে পৌঁছায়, মানুষের কষ্ট লাঘবে স্ব-শরীরে উপস্থিত হয়ে বদ্ধ ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কারে নিজে হাত লাগালেন সোনারগাঁয়ে তারুণ্যের প্রতীক মোগরাপাড়া ইউনিয়নের গর্ব হাজ্বী শাহ মোঃ সোহাগ রনি । মোগরাপাড়া বাজারের ২৫০ ফুট দীর্ঘ বদ্ধ ড্রেনের ময়লা পরিস্কারের পাশাপাশি তিনি নিজ অর্থায়নে উন্মুক্ত ড্রেনের স্লাবের ব্যাবস্থা করেন এবং দোআ চান, মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মানুষের সেবা করার তৌফিক পরম করুণাময় যেনো তাকে দেন ।

No comments:

Post a Comment