প্রশাসনের সর্বত্র দুর্নীতি। ঘুষ ছাড়া মামলাও করা যায় না-রুস্তম আলী ফরাজী। - দর্পণ বাংলা

শিরোনাম

Tuesday, June 29, 2021

প্রশাসনের সর্বত্র দুর্নীতি। ঘুষ ছাড়া মামলাও করা যায় না-রুস্তম আলী ফরাজী।


লতিফুর রহমান দীপু ঃ

সরকারি দফতরে ঘুষ ছাড়া কোন কাজই হয় না। ভূমি, পুলি’শ ও বন থেকে শুরু করে প্রতিটি দফতরে কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া থানায় মামলাও করা যায় না। আগে টাকা তারপর কথা। প্রশাসনের সর্বত্র ঘুষ আর দুর্নীতিতে ছেয়ে গেছে। এমন অভিযোগ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী। ঘু’ষ ছাড়া যিনি কাজ করতে পারেন, তাকে ভাগ্যবান বলে অ’ভি’হিত করেন এই সংসদ সদস্য।  

সোমবার ( ২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজে’টের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বা’স্থ্য খাতের কেনা’কাটা প্রসঙ্গ টেনে রুস্তম আলী ফরাজী বলেন, সার্জি’ক্যাল মা’স্কের দাম কোনটি চার টাকা, কোনটিরর দাম একটু বেশি। কিন্তু মন্ত্রণালয় এগুলো কিনেছে সাড়ে তিনশ থেকে সাড়ে চারশ টাকা করে। প্রতিটি মা’স্কে সত্তর থেকে আশিগুণ টাকা লু”ট’পাট হয়েছে। তারা আ’ই’সো’লেশন, কো’য়া’রেন্টি’ন বুঝে না। তিনি বলেন, এই ক’রো’না’র সময় যদি কেনাকাটায় আকাশচু’ম্বী দু’র্নী’তি করে, তাহলে দেশ কী করে এগোবে? বঙ্গবন্ধুর আদর্শ কী করে বাস্তবায়ন হবে। চিত্কার দিয়ে আকাশে-বাতাসে বক্তৃতা দিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না। তার ধ্যা’ন’ধারণা চি”ন্তার বিষয়টি মনে করতে হবে।’ রুস্তম আলী ফরাজী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই। অ’ন্যা’য়-অ’ত্যা’চার ও দু’র্নী’তি বন্ধ’ করা গেলে আরও অনেক দূর এগিয়ে যেত। এমন কোনো মন্ত্রণালয়, বিভাগ বা ক্ষেত্র নেই যেখানে ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করাতে পারেন। আর কেউ পারলে তিনি ভাগ্য’বান। ভূমি অফিসে গেলে এসি ল্যা’ন্ডকে ঘুষ দেওয়া লাগবে। আরেক জায়গায় গেলে তহশি’লদা’রকে ঘুষ দেওয়া লাগবে। একটু বড় কাজ হলে ইউএনওকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) টাকা দেওয়া লাগবে।

আরও বড় হলে ডিসি সাহেবকে টাকা দেওয়া ছাড়া হবে না। থা’না’য় তো দারোগা বাবুরা। তিনি আরও বলেন, আপনে মা’র খাবেন। আপনার লোক আহত হবে, নিহত হবে। এরপরও এফআইআর করতে গেলে আগে টাকা, তারপর কথা। এটা কেমন ব্যাপার। ব্রিটিশ আমলেও সবাই ঘুষ খেত না। পাকিস্তান আমলেও সবাই খেত না। এখন একেবারে প্রত্যেকেই। ওখান (থা’না) থেকে শুরু করে সার্কেল এএসপি, অ্যাডিশনাল এসপি, এসপি-আর কতদূর উপরে আছে জানি না। এর উপরে বললে লাভ কী? রুস্তম আলী ফরাজী বলেন, ‘বন, ভূমিসহ অন্য যে দপ্তরে যাব, একই অবস্থা দেখব। জনপ্রশাসনেও করা’পশ’ন। স্বা’স্থ্য, শিক্ষাসহ এমন কোনো জায়গা নেই যেখানে দু’র্নী’তি নেই।’

মন্ত্রীদের স’মালো’চনা করে তিনি বলেন, ‘আজকে যারা মন্ত্রী আছেন, তাদের দা’য়বদ্ধ’তা কী? সবাই গিয়ে হাত তোলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী কি মা’স্ক কিনবেন? তিনি কি ভূমি অফিসের তহশি’লদারের ঘুষ ঠেকাবেন ? তিনি কি ওসি ও এসপির ঘুষ ফেরাবেন ? হোয়ার আর দ্য মি’নিস্টা’রস? হোয়াট ইজ হিজ ডি’উটি? তারা রুলস অব বিজনেস পড়েন কি? রাষ্ট্রপতি কি বিভাজন করে তাদের ক্ষ’ম’তা’ দেননি? অনেক ভালো মন্ত্রী এখানে রয়েছেন। তাদের সালাম করি। তাদের লাইফস্টাইল শুনলে ভালো লাগে। কিন্তু যারা চালাতে পারেন না, হয়তো নিজেরা দু’র্নী’তি করেন অথবা দু’র্নী’তির কাছে তারা আ’ত্মস’ম’র্প’ণ করেন।’

আমলাদের সমালোচনা করে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, আমলারা দু’র্নী’তিগ্রস্ত’ হয়ে পড়েছেন। এখানে বেগমপা’ড়া নিয়ে বক্তৃ’তা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে আছে। কানাডায় বেশি। কেউ বলেন এটা কয়েক হাজার। আর একটা সমী’ক্ষায় এসেছে কয়েকশ। একজন বলেছেন, এক হাজারের ওপরে বেগমপা’ড়া রয়েছে কানাডায়। কারা করেছেন? তারা কি সব এমপি? নো। ম্যাক্সি’মাম সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী। আর কিছু আমাদের ন’ষ্ট রাজনীতিবিদ। তিনি বলেন, এই অপদার্থ কিছু রাজনীতিকের কারণে সব রাজনীতির নামে চালানো হয়। রাজনীতিবিদ নয়, বেগমপাড়ায় সবচেয়ে বেশি আছেন আমলারা ও সরকারি কর্মচারীরা। তারা দুর্নীতি করে আগে স্ত্রী’র নামে বাড়ি কেনে ছেলেকে পাঠান, পরবর্তী সময়ে নিজে যান। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘পাচা’র হওয়া টাকা ফেরত আনা না গেলে দেশের অ’র্থনীতি সুন্দ’র করা যাবে না। ঘুষ-দুর্নীতি বন্ধে জি’রো টলা’রে’ন্স নীতি গ্রহণ করতে হবে। অনেক দয়া দেখানো হয়েছে। আর দয়া বা ক্ষ’মা নয়। রুস্তম আলী ফরাজী বলেন, ২৫ কোটি ডোজ করো’না’র টিকা আগামী ৬ মাসের মধ্যে আ’নতে হবে। এজন্য যত টাকা দরকার আমরা দিতে রাজি। দরকার হলে মেগা প্রজে’ক্ট কমাতে হবে। ভ্যা’ক’সি’নের জন্য বরাদ্দ দিয়ে ভ্যা’ক’সি’ন আনতে হবে।


No comments:

Post a Comment