আন্তর্জাতিক ডেস্ক ঃ তাইওয়ানের আকাশসীমায় আবারও প্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান । গতকাল মঙ্গলবার তাইওয়ানের আকাশে প্রায় ২৮টি চীনা যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে দাবি করেছে দেশটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির আকাশে প্রবেশ করা সবচেয়ে বেশি চীনা যুদ্ধবিমানের সংখ্যা এটি।
দেশটির এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করা বিমানগুলোর মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম বোমারু ও যুদ্ধ বিমান ছিল। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একদিনের ন্যাটো সম্মেলনে বেইজিংয়ের সামরিক তৎপরতা নিয়ে চীনকে সতর্ক করার পরই এই ঘটনা ঘটল।
তাইপেই জানিয়েছেন, চীনা মিশনে ১৪ জে -১ ১৬, ৬টি জে -১১ যুদ্ধবিমান, চারটি পারমাণবিক সক্ষম এইচ -৬ বোমারু বিমানের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন, ইলেক্ট্রনিক যুদ্ধবিমান এবং প্রারম্ভিক সতর্কতা প্রদানকারী বিমান অন্তর্ভুক্ত ছিল।
No comments:
Post a Comment