নাইজেরিয়ান এলিটা কিংসলে পেলেন বাংলাদেশী পাসপোর্ট। - দর্পণ বাংলা

শিরোনাম

Wednesday, June 16, 2021

নাইজেরিয়ান এলিটা কিংসলে পেলেন বাংলাদেশী পাসপোর্ট।

 

 
অবশেষে আজ কাঙ্ক্ষিত বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন ফুটবলার এলিটা কিংসলে ।  আজ সকালে দশ বছর মেয়াদি ই-পাসপোর্ট তার হাতে তুলে দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান । 
বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম এলিটা কিংসলে। 
২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সিতে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলতে শুরু করেছিলেন কিংসলে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২০ সালে করোনার কারণে বাতিল হয়ে যাওয়া লিগে খেলেছেন আরামবাগের হয়ে। সেবার ৫ ম্যাচে করেছিলেন ৫ গোল।

নাইজেরিয়ান স্ট্রাইকার বৈবাহিক সূত্রে পেয়েছেন বাংলাদেশের 
নাগরিকত্ব। এর আগে মার্চ মাসে পেয়েছিলেন নাগরিকত্ব সনদ। কিন্তু পাসপোর্টের জন্য বসুন্ধরা কিংসের হয়ে খেলতে পারেননি এএফসি কাপে। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার অপেক্ষায় আছেন কিংসলে। পাসপোর্ট পাওয়ায় সে পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। পাসপোর্ট হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত কিংসলে বলছিলেন, ‘আমি ফুটবলার। সব সময়ই খেলতে চাই। আসলে পাসপোর্টের জন্যই আমি খেলতে পারছিলাম না। এখন আমার এ দেশের হয়ে ফুটবল খেলতে কোনো বাধা নেই। অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে।’

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার শর্ত হিসেবে কিংসলেকে বাতিল করতে হয়েছে তাঁর জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব। সেই প্রক্রিয়া শেষ করেই বাংলাদেশের নাগরিকত্ব পান তিনি। আবেদন করেন বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য।


No comments:

Post a Comment