সাংবাদিক রোজিনা কান্ড সামনে আনল দুর্নীতি পরায়ণ আমলা আর অযোগ্য অভিভাবকের মিশেল স্বাস্থ্য মন্ত্রণালয় । - দর্পণ বাংলা

শিরোনাম

Thursday, May 20, 2021

সাংবাদিক রোজিনা কান্ড সামনে আনল দুর্নীতি পরায়ণ আমলা আর অযোগ্য অভিভাবকের মিশেল স্বাস্থ্য মন্ত্রণালয় ।

 



লতিফুর রহমান দীপু ঃ
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কক্ষে পাঁচ ছয় ঘন্টা আটক রেখে দুর্নীতি ধামাচাপা দেওয়ার যে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয়েছে, তা যে অপরিপক্ক কুশিলবের কাজ তা দেশবাসীর নিকট দিবালোকের মতো সত্য হতে চলেছে তাদেরই উত্থাপিত গোজামিলের তথ্য - উপাত্তে ।
স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, সাংবাদিক রোজিনার নিকট থেকে রাষ্ট্রের গোপন নথি উদ্ধার করা হয়েছে । যার মধ্যে ছিল চীন ও রাশিয়ার সাথে করা অপ্রকাশযোগ্য চুক্তির নথি । স্বাস্থ্যমন্ত্রীও একই সুরে কথা বলেছেন । মন্ত্রীর বক্তব্যের পাশাপাশি সরকারী অর্থ খরচ করে বিভিন্ন পত্রিকায় বিবৃতি দিয়ে এমনটিই বলার চেষ্টা করেছে স্বাস্থ্যমন্ত্রণালয় । কিন্তু পুলিশের করা জব্দ তালিকায় এমন কোনো গোপন নথির কথা কোথাও উল্লেখ নেই ।
মামলায় বলা হয়েছে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার দেয়া নথি পুলিশ জব্দ করেছে ।
জেবুন্নেসার দেয়া নথি অনুযায়ি করা পুলিশের জব্দ তালিকা -
* জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের অ্যাম্বাসেডর কর্তৃক প্রেরিত ডি, ও । (দুই পাতা)
* কোভিড-19 মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব অনুমোদনের পক্ষে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভার কমিটিতে প্রেরণের জন্য পরিচালক সিএমএসডি কর্তৃক প্রেরিত পত্র । (ছাপ্পান্ন পাতা)
* সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির জন্য সার সংক্ষেপ । (দুই পাতা)
* করোনা ভাইরাস প্রতিরোধী টিকা সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় পরামর্শ কমিটি অনুমোদন সংক্রান্ত অনুমোদিত সামারির ফটোকপি । (দুই পাতা)
* একটি স্যামসাং গেলাক্সি ফোন ।
* একটি আই ফোন ।
* দুইটি পি আইডি কার্ড ।
তার আইনজীবী বলেন, টীকা সংক্রান্ত চুক্তির নথির কথা বলে স্বাস্থ্যমন্ত্রণালয় সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে । জব্দ তালিকায় উল্লেখিত নথিতে কী এমন বিষয় আছে যা বিদেশে তথ্য পাচার হতে পারে । যে কোনো কান্ডজ্ঞান সম্পন্ন সাধারণ মানুষের কাছে হাস্যকর মনে হবে । জব্দ তালিকায় উল্লেখিত নথি সাংবাদিক রোজিনার নিকট থেকে নয়, পাওয়া গেছে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার নিকট হতে । এফআইআরে এমনটিই উল্লেখ আছে । তিনি প্রশ্ন করেন সবকিছু পাওয়া গেল তিনটার সময়, তাহলে জব্দ তালিকা কেন সাড়ে সাতটার সময় ? তিনি আরও বলেন নথি পাওয়া গেল অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার নিকট থেকে তাহলে সাংবাদিক রোজিনা ইসলাম আসামী হয় কী করে ? আসামী হবে জেবুন্নেসা । আমাদের স্বাস্থ্যমন্ত্রী বললেন, রোজিনা অতিরিক্ত সচিব জেবুন্নেসাকে খামচি দিয়েছেন,থাপ্পর মেরেছেন । অথচ ভিডিও ফুটেছে দেখা গেল পুলিশের উপস্থিতিতে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরেছেন ।

No comments:

Post a Comment