অনিকা হিজরার হেয়ালিপনায় অতিষ্ঠ বৈদ্দের বাজার খেয়াঘাটে ঘুরতে আসা দর্শনার্থীরা। - দর্পণ বাংলা

শিরোনাম

Saturday, May 29, 2021

অনিকা হিজরার হেয়ালিপনায় অতিষ্ঠ বৈদ্দের বাজার খেয়াঘাটে ঘুরতে আসা দর্শনার্থীরা।

 

মোঃ লতিফুর রহমান দীপু ঃ পৃথিবীর অন্যতম স্বচ্ছ পানির ধারা মেঘনা নদীর সোনারগাঁ বৈদ্দেরবাজার খেয়াঘাট সংলগ্ন কাঠের ব্রীজ এলাকার সৌন্দর্য দেখতে আসা দর্শনার্থীরা বর্তমানে অনিকা হিজরা নামধারি সাহাবুদ্দিনের পালিত হিংস্র প্রাণীর অত্যাচারে অতিষ্ঠ। সরেজমিনে গিয়ে দেখা যায় হিজলা সাহাবুদ্দিন ওরফে অনিকা রানীর হিংস্র কুকুর, গাধা, গরু, ছাগ্‌ল, টার্কি মুরগি সহ অসংখ্য হিংস্র  কাঠের ব্রীজে ছেড়ে দেওয়া।  এখানে পরিবারসহ আগত একজন দর্শনার্থী ক্ষোভের সাথে জানান,  বৈদ্দ্যের বাজার এর অনেক নাম শুনেছি লোক মারফত কিন্তু এখানে এসে রীতিমতো  বিড়ম্বনায় পড়তে হয়েছে।  অন্য এক দর্শনার্থী নাম মোঃ এড ভোকেট সামছুল আলম বলেন প্রাকৃতিক পরিবেশে খুব মনোমুগ্ধকর একটি সুন্দর জায়গা। কিন্তু এখানে ব্রীজে চড়ানো হিংস্র প্রাণী কুকুর, ছাগল্‌,গরু, গাধা ইত্যাদির কারণে বাচ্চারা খুব ভয়ে থাকে। এই প্রাণীদের কেউ তাড়াতে চাইলে তার সাথে সাহাবুদ্দিন ওরফে অনিকা রানী দূর্ব্যাবহার করে।  কয়েক বছর আগে সোনারগাঁ উপজেলা ইউএনও অঞ্জন কুমার সরকারের পদক্ষেপে বন্ধ হয়েছিলো হিজলার অত্যাচার। অঞ্জন কুমার সরকার সোনারগাঁ থেকে অন্যত্র বদলি হয়ে চলে গেলে পূণরায় শুরু হয় অনিকা রানীর অত্যাচার। এমতাবস্থা চলতে থাকলে, নদীর অপরুপ সৌন্দয্য দেখা থেকে বঞ্চিত হবে দেশের প্রকৃতি প্রেমিরা।  দর্শনার্থীরা তথাকথিত অনিকা হিজলা নাম ধারী সাহাবুদ্দিন এর হিংস্র প্রাণীদের অত্যাচার থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সু-দৃষ্টি ও অনিকা হিজরার বিরুদ্ধে আশুকার্যকরি পদক্ষেপ কামনা করেন।

No comments:

Post a Comment