সহস্রাধিক লোকের মাঝে মেয়র প্রার্থী ছগিরের খাদ্য সামগ্রী বিতরণ । - দর্পণ বাংলা

শিরোনাম

Monday, May 31, 2021

সহস্রাধিক লোকের মাঝে মেয়র প্রার্থী ছগিরের খাদ্য সামগ্রী বিতরণ ।

 

লতিফুর রহমান দীপুঃ
৩১ মে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে সৌদি কর্তৃপক্ষের উপস্থিতিতে সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ছগীর আহম্মেদের প্রচেষ্টায় প্রাপ্ত খাদ্য সামগ্রী সহস্রাধিক লোকের মাঝে বিতরণ করা হয়। 
কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৭ কেজি মশারীর ডাল, ৩ কেজি চিনি ও লবণ (জনপ্রতি)।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর  রহমান, সোনারগাঁ পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী ছগির আহমেদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিইও ফরিদ উদ্দিন বিন জমির উদ্দিন,হাসান,খাইলি,কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার দলের সদস্যরা ।

No comments:

Post a Comment