মশিউর রহমান রাব্বি ঃ
আমাদের সমাজে অনেকেই ভদ্রতার বেশ ধরে লুটেপুটে খাচ্ছে সাধারণের হককে, পেটে লাথি দিতেও দ্বিধা করেন না। পরেরটা মেরে খাওয়াই যেন তাদের পেশা ও নেশা। কিন্তু নিখুঁত অভিনয় না জানলেও নিজের অর্জনটুকু নিয়েই তিনি খুশি । পরের পেটে লাথি মারাতো দূর, নিজের সামান্য উপার্জন থেকেই যতটা সম্ভব সহায় সম্বলহীন মানুষের মাঝে বিলিয়ে যেনো আত্বতৃপ্তি পান। সমাজের অনেক বিত্তশালীদের মাঝেও এমনটি খুঁজে পাওয়া যায়না। যাকে নিয়ে বলছিলাম তিনি হলেন, সমাজের খেটে খাওয়া সাধারণ আমজনতার হিরো আলম। সহজ সরল মনে সাধারণের মনে বিনোদন দিয়ে যাওয়ার দূর্বল অংশটা নিয়ে নেট দুনিয়া ট্রল করে সারাক্ষণ কিন্তু, তার সাহস চেষ্টাকে নিয়ে নয় কেন? তার মাঝে সাধারণ মানুষের জন্য যে কিছু করার তাড়না আছে তা কিন্তু নেট দুনিয়ায় আলোচিত হয়না। যেমনটা হয় মুখোশধারি ভদ্রবেশি লুটেরাদের নিয়ে। সমাজ সাহসি হিরো আলমদের প্রয়োজনীয়তা এখনও অনুভব করে।
No comments:
Post a Comment