লতিফুর রহমান দীপুঃ
অতি সম্প্রতি বাংলাদেশ সরকারের রিনিউ করা পাসপোর্ট গ্রহণ করে পাসপোর্ট গ্রহণকারীর চোখ কপালে। বিস্মিত চোখে দেখলেন তার রিনিউ করা পাসপোর্টে লেখা নেই "এক্সেপ্ট ইসরাইল" শব্দ দুটি। তিনি কর্তৃপক্ষকে প্রশ্ন করে জানতে পারলেন এতে কোন সমস্যা হবে না।
স্বাধীনতার পর থেকেই ইসরাইলকে স্বীকৃতির বিষয়টি বাংলাদেশে উপেক্ষিত। হঠাৎ এমন ঘটনা নতুন করে বিস্ময়ের জন্ম দিয়েছে জনমনে। স্বাধীনতার পর থেকে ইস্যুকৃত বাংলাদেশের পাসপোর্টের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল"দিজ পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, এক্সেপ্ট ইসরাইল"কিন্তু নতুন পাসপোর্টে এখন তা না থাকায় প্রশ্ন দেখা দিচ্ছে বাংলাদেশ কী তা হলে ইসরাইলকে স্বীকৃতি দিয়ে ইহুদিবাদি দেশটির সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে?
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন - ইসরাইলের সাথে পূর্বে যেমন সম্পর্ক ছিল এখনও তেমনি আছে, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে এমনটি করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন - বাংলাদেশ যেহেতু ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, তাই পাসপোর্টে কেন এক্সেপ্ট ইসরাইল শব্দ দুইটি নেই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই ভালো বলতে পারবেন। তবে বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি বলে তিনি নিশ্চিত করেন।
No comments:
Post a Comment